Kelor Kirti is a popular movie in Indian Bangla. You can watch and download the movie from Movitai.
কেলোর কীর্তি ফুল মুভিঃ Movie Details
পরিচালকঃ | রাজা চন্দ |
প্রযোজনা কোম্পানিঃ | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস |
মুক্তিঃ | ৬ জুলাই ২০১৬ (ভারত) ২৯ জুলাই ২০১৬ (বাংলাদেশ) |
শ্রেষ্ঠাংশেঃ | দেব, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ |
পরিবেশকঃ | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস |
ভারতি বাংলা মুভি কেলোর কীর্তি movie
ভারতি বাংলা ২০১৬ এর একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র মুভি হলো কেলোর কীর্তি ৷ মুভিটির পরিচালক রাজা চন্দ ৷ প্রযোজনা
কোম্পানি হলো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস ৷ মুভিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ধদেব, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ৷
ছবিটি ৬ জুলাই ২০১৬ (ভারত)
এবং ২৯ জুলাই ২০১৬ (বাংলাদেশ) মুক্তি পায়৷
কেলোর কীর্তি ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি কমেডিয়ান মুভি । এই মুভিটি ২০১২ সালে রিলিজ হয়েছে ৷ তবে বর্তমানে ইউটিউবে বা ওয়েবসাটে এই মুভিটি খুঁজে পাবেন না । তাই আজকে দেখাবো কিভাবে আপনি সহজেই কেলোর কীর্তি মুভিটা দেখতে বা ডাউনলোড করতে পারেন ।
কেলোর কীর্তি full movie
অনেক দিন পরে নানু বাড়িতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম । সেই কবে বেড়াতে গেছি ঠিক মনে করতে পারছিনা । ১০-১১ বছর হয়তাে হবে । কিন্তু নানা – নানু প্রায়ই আমাদের বাসায় বেড়াতে আসেন । শহরে জন্ম নিয়ে এই ব্যস্ত ঢাকা শহরের সংস্কৃতি ঐতিহ্য আর ধুলাবালির মধ্যেই নিজেকে মানিয়ে নিতে হয়েছে ।
লেখাপড়া কলেজের বন্ধু বান্ধব , ব্যস্ত এই শহরের ট্রাফিক জ্যাম আর বাসায় বসে তিন বেলা খাবারের সাথে সাথে মায়ের বকুনিটা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে । একদিন গ্রামে নানু বাড়িতে বেড়াতে যাবাে বলে সিদ্ধান্ত স্থির করলাম । আমার নানু বাড়ি বরিশাল । নানুর বাসায় আমার নানা , নানু , মামী ও জারিফ থাকে ।
0 Comments